স্টাফ রিপোর্টার::
শুক্রবার রাত ১২ বাজার আগেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ প্রশাসন সুনামগঞ্জ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান একাত্তরের বীর শহিদদের। জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে ফুলেল শ্রদ্ধা জানায়। সকালে জেলা স্টেডিয়ামে ২১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় উদযাপন। সেখানে মার্চ করে শ্রদ্ধা প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। সকাল থেকেই শহরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিজয় র্যালি করে। র্যালিগুলো শহর প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়। সকালে জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন সংগঠন বিজয় র্যালি করে।
বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সগঠন সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। এছাড়াও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে। দিবসটি উপলক্ষে কারাগার ও হাসপাতালে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।