স্টাফ রিপোর্টার::
আগামী নতুন বছরে দেশের বাজারে আসছে ইউরোপিয়ন প্রযুক্তিতে প্রস্তুতকৃত এলপিজি গ্যাস ‘ইউরো গ্যাস’। সর্বোচ্চ নিরাপত্তা, সাশ্রয়ী, সঠিক ওজন, সর্বোত্তম গ্রাকসেবা নিয়ে বাজারে আসার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে জানুয়ারি মাসেই সারা দেশে বাজারজাতের লক্ষ্যে ইতোমধ্যে ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইউরো-পেট্টো প্রোডাক্ট লি. নামের একটি বহুজাতিক প্রতিষ্ঠান এই এলপিজি গ্যাস বাজারজাত করবে।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মান সম্পন্ন এবং আমেরিকান উঙঞ৫ইঅ-২৪০ স্ট্যান্ডার্ডে তৈরি আমদানীকৃত সিলিন্ডারে দেশের অত্যাধুনিক বোতলজাত করে বাজারজাত করা হবে। সারাদেশে ইউরো গ্যাসের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নানা পরিকল্পনা গ্রহণ করেছে। জনবল নিয়োগসহ ইতোমধ্যে দেশজুড়ে পরিবেশক নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।
ইউরো-পেট্টো প্রোডাক্ট লি. এর অন্যতম পরিচালক সজীব রঞ্জন দাশ বলেন, সর্বোচ্চ নিরাপত্তা, সাশ্রয়ী, সঠিক ওজন, সর্বোত্তম গ্রাকসেবা নিয়ে বাজারে আসার ঘোষণা দিতে আগামী জানুয়ারি মাসেই আমরা বাজারে আসছি। গ্রাহকরা নিরাপদে যাতে ব্যবহার করতে পারেন সেজন্য ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই গ্রাহকরা নিশ্চিন্তে ও নিরবচ্ছিন্ন এই সেবা নিতে পারবেন। বাজারজাতের লক্ষ্যে সারাদেশে পরিবেশক নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।