আবু হানিফ চৌধুরী::
হাওরের কাঁদা মাটির ঘ্রাই আর কৃষক, শ্রমিক আপামোর জনতার ভালবাসা হৃদয়ে লালন করে অজপাড়াগাঁও থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাটির জনপদকে যারা পরিচিত করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। একাত্তরের স্বাধীনতা সংগ্রামে সাবসেক্টর গঠন করে তার নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতাকে তরান্বিত করে ছিলেন তিনি। দেশের সামাজিক, সাংবিধানিক প্রতিটি ক্রান্তীকালেই অগ্রণী ভ’মিকা পালন করে গেছেন। জীবনের শেষ সময়ে এসে সংবিধান সংশোধনের মাধ্যমে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করার কাজটুকুও শেষ করে গেছেন। আজন্ম সাধারণ মানুষের কল্যানেই কাজ করে গেছেন।
সোমবার সন্ধা ৬ঘটিকায় দিরাই প্রেসক্লাবের সামনে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে ভাটি উন্নয়ন সংসদ কর্তৃক প্রকাশিত ভাটির কন্ঠের সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ সংখ্যা প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ভাটি উন্নয়ন সংসদের সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সভাপতি আলহাজ আতাউর রহমানের সভাপতিত্বে ও ভাটি উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সরদার এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়ের মিয়ার যৌথ পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যডভোকেট সোহেল আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও এডিশনাল পিপি অ্যডভোকেট সামছুল ইসলাম, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা তোরণ মিয়া, দিরাই পৌরসভার প্যানেল মেয়র ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক বিশ^জিত রায় ভিপি বিশ^, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন দাস, যুবলীগ নেতা মোহন চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নোমান আহমেদ, ইকবাল সরদার, সুয়েব চৌধুরী, মোঃ রাজীব চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক কাউন্সলর সবুজ মিয়া, মিজানুর রহমান, লালন মিয়া, কামরুজ্জামান, সারোয়ার আহমেদ, দেভাশীষ রায় রিঙ্কু, রাহাত মিয়া রাহাত। স্বাগত বক্তব্য রাখেন ভাটি উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জিত বর্মন। পরে সকল অতিথিবৃন্দ একযুগে ভাটিরকণ্ঠ “সুরঞ্জিত সেনগুপ্ত” স্মরণ সংখ্যাটির মোড়ক উম্মোচন করেন। সমাবেশ সফল ও স্মার্থক করার জন্য সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সকল সদস্য বৃন্দকে ফুলের মালা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাটি উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।