স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নির ঘাতক এহিয়া সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সিলেটের জালালাবাদ থানার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাই সে খুনের কথা স্বীকার করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পুলিশ সুপার বরকত উল্লাহ খান এ নিয়ে তার কার্যালেয় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এহিয়া সরদার প্রাথমিক জিজ্ঞাসায় জানিয়েছে সে একাই হত্যাকা- ঘটিয়েছে। প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান বখাটে এহিয়াকে ধরতে ঘটনার পরদিন সকাল থেকেই পুলিশের ৫টি টিম মাঠে নামে। তারা সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, ঢাকায় অভিযান চালান। ৫দিন পপর অবশেষে বুধবার রাতে সিলেটের জালালাবাদ থানার দরশনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এহিয়াকে ধরতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে বলে জানান পুলিশ সুপার।
গত ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর শহরে আনোয়ারপুরে নিজ বসতঘরে বখাটে এহিয়ার ছুরিকাঘাতে মারা যায় মুন্নি। বখাটে এহিয়ার বাড়ি একই উপজেলার সাকিতপুর গ্রামে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নিহতের মা রাহেলা বেগম বাদী হয়ে এহিয়া সরদারসহ দুজননের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।