স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত বর্ধিতসভায় তৃণমূল নেতাকর্মীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালায় বর্ধিত সভা শুরু হয়। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এর আগে বর্ধিত সভার উদ্বোধন করেন-বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দর চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, কৃষক লীগের সাবেক সহ সভাপতি শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আহবায়ক জুনেদ আহমদ, গৌতম বণিক, ফজলুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, সালমা আক্তার চৌধুরী, তারেক মিয়া, মাসুক মিয়া, দিরাই উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, শাল্লা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নিপেশ তালুকদার, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক শহীদুল ইসলাম প্রমুখ।