স্টাফ রিপোর্টার::
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি’র প্রথম সভা শুক্রবার দৈনিক সুনামকণ্ঠ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
সভায় শনিবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে ‘দ্রুত হাওররক্ষা বাঁধের কাজ শুরু, হাওর দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের পিআইসিতে অন্তর্ভুক্ত না করা এবং বাঁধ তদারকিতে সেনাবাহিনী মোতায়েন’-এর দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ, সহসভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংগঠনিক সম্পাদক (তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ) রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) এমরানুল হক চৌধুরী, দফতর সম্পাদক মাসুম হেলাল, বাঁধবিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, কৃষি বিষয়ক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, সদস্য অধ্যক্ষ রবিউল ইসলাম, ডা. মোর্শেদ আলম, সালেহীন চৌধুরী শুভ, কাজী নূরুল আজিজ (দিরাই), ফেরদৌস আলম আখঞ্জী (তাহিরপুর), অ্যাড. নাসির আফিন্দী (জামালগঞ্জ), সৈয়দ সবুর আলী (দক্ষিণ সুনামগঞ্জ)।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য নৃপেশ তালুকদার, ইয়াকুব বখত বহলুল, আব্দুল আলী, অ্যাড. সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক (দিরাই-শাল্লা) একে কুদরত পাশা, গণসংযোগ সম্পাদক শহীদ নূর আহমদ, মৎস্য বিষয়ক সম্পাদক গোলাম মওলা তোহা, আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সম্পাদক এইচএম জাকারিয়া প্রমুখ।