সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ছনুয়ার হাওর পাড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনের পর পথ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল আফিন্দী ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আবু তাহের তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক জহুর মিয়া, তাজুল ইসলাম, ফুল মাহমুদ, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক কবি আলী হোসেন রাজা, কৃষক, আব্দুর রউফ, আব্দুল নুর, মুখলেছ মিয়া, সোহেল মিয়া, বাবুল মিয়া তাং, রজব আলী, সোনামিয়া, আলী হোসেন, কয়েছ আফেন্দী, নাঈম, আকবর, শহীদ, শওকত মিয়া, তাজু মিয়া, করম আলী প্রমূখ। বক্তারা বলেন, সাচনা বাজার ইউনিয়নের একমাত্র হাওর ছনুয়ার হাওর এই হাওরে পানি নিস্কাশনের জন্য সুইচ গেইট অত্যান্ত জরুরী। এই হাওর পাড়ে আবাদী জমি সাথে দুর্লভপুর, ফতেপুর, মফিজনগর, পলক, সাচনাবাজার, শেরমস্তপুর, কান্দাগাও, নজাতপুর, পুকড়াপরশী সহ প্রায় ১২টি গ্রাম জরিত রয়েছে। একটি মাত্র বোর ফসলী জমি বৈশাখী, কয়েক বছর ধরে অকাল বন্্যায় পানির নিচে তলিয়ে যায়। এই হাওরের সাথে প্রায় লক্ষাধীক মানুষের আশা ভরসার ফসলের উপর নির্ভরশীল। তাই পশ্চিম দুর্লভপুর গ্রামের খারার পাড়ে নালাটিতে সুইচ গেইট স্থাপন করা হউক। আমরা স্থানীয় সরকার দূর্গোগ ও ত্রাণ মন্ত্রনালয়, সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করি।