স্টাফ রিপোর্টার::
ডাচ্বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা নিয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সুনামগঞ্জ সদর এজেন্টের কর্মকর্তারা।
শনিবার (৬ জানুয়ারী) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ব্যাংক এজেন্টের কার্যালয়ে এ মতবিনিময় হয়।
এ সময় এজেন্ট ব্যাংকিএর বিভিন্ন ধরণের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এজেন্ট ব্যাংকিএর ব্যবস্থাপনা পরিচালক একে এম শামছুল আলম রাসেল। তিনি বলেন, শুক্র ও শনিবার সহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে আমাদের এ শাখা। ব্যাংকিং ব্যবসস্থা আরও সহজিকরণের লক্ষ্যেই মূলত এ উদ্যেগ নেয়া হয়েছে। তবে সদর আমরা সদর উপজেলার এজেন্ট হিসেবে আমাদের লভ্যাংশ থেকে ২ শতাংশ টাকা ব্যায় করব গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আজিজুল হক চৌধুরী, রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমানস রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, এজেন্ট ব্যাংকিং এর পরিচালক (অর্থ) মিলার হোসেন প্রমুখ।