স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জয়বাংলা শিশু-কিশোর পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের কাজির পয়েন্টস্থ অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন কর্মসূচী পালন উপলক্ষে আলোচনা হয়। সংগঠনের সভাপতি সৈকতুল ইসলাম শওকত জানান, সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও আগামীতে বিভিন্ন কর্মসূচী পালনের লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কমিটির নাম পরিবর্তনসহ বার্ষিক কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও ক্রীড়াসহ বিভিন্ন সামাজ উন্নয়নমূলক কাজ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে জয়বাংলা শিশু-কিশোর পরিষদ এর নাম পরিবর্তন করে সুনামগঞ্জে স্থানীয়ভাবে অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদ’ গঠন করা হয়েছে। সৈকতুল ইসলাম শওকতকে সভাপতি করে ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ঝন্টু তালুকদার, সুনামগঞ্জ পৌর আ. লীগের সহসভাপতি মোজাহের আলী, দপ্তর সম্পাদক লিটন সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফ উল আলম প্রমূখ।