1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জামালগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ২.১৮ পিএম
  • ৪৬৯ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাওর বাচাঁও, সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের জামালগঞ্জ শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কৃষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ শাখার আহবায়ক ও জেলা কমিটির সহ সভাপতি ইউসুফ আল আজাদ, সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক জুলফিকার চৌধুরী রানা, ফেনারবাক ইউপি যুগ্ন আহবায়ক শাহাব উদ্দিন, ভীমখালী ইউপি যুগ্ন আহবায়ক বাবুল মিয়া, সদস্য সিমা তালুকদার, কাশেম আখঞ্জী, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ, সাবেক যুগ্ন আহবায়ক মকবুল আফিন্দী, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আবু তাহের তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সভাপতি মো. শিরিন তালুকদার, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাবেক সাধারন সম্পাদক কবি আলী হোসেন রাজা, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন সহ স্থানীয় কৃষক ও বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ। বক্তরা বলেন, আগাম বন্যার হাত থেকে আমাদের বোর ফসল সুরক্ষার জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থ (কাবিটা) দ্বারা বাঁধ, বেরী বাঁধ, ক্লুজার সহ সংস্কার ও পূণঃ মেরামত করণ, প্রকল্প বাস্তকায়নের কাজ সরকারের নির্দেশ অনুযায়ী পিআইসিদের মাধ্যমে যথা সময়ে সম্পন্ন করার জন্য হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাচাঁও আন্দোলন জামালগঞ্জ শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ৩টি দাবী জানাচ্ছি। ১. যে সকল হাওরে বাঁধে ফসল রক্ষার কাজ এখনো শুরু হয়নী তা অবিলম্বে শুরু করতে হবে। ২. বাঁধ নির্মাণ কাজ তদারকিতে বাংলাদেশ সেনাবাািহনীকে অন্তভুক্ত করতে হবে। ৩. দূর্নীতিতে অভিযোক্ত ব্যক্তিদেরকে পিআইসিতে রাখা যাবে না। উপরোক্ত দাবীগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় জেলা প্রশাসকের নিকট জোর দাবী জানান। পরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান’র মাধ্যমে আবেদন দাখিল করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!