হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় শাল্লা উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লাহ, শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার দীন মুহাম্মদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।