স্টাফ রিপোর্টার::
রঙ্গারচর ইউনিয়নে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোজে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন এলাকার লোকজন। গতকাল বৃহষ্পতিবার দুপুরে এলাকাবাসীর পক্ষে দিনমজুর কৃষক প্রতিনিধি আবুল কাশেম নামের এক ব্যক্তি লিখিত আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, রঙগারচর ইউনিয়নের বেশিরভাগ লোকজনই হতদরিদ্র ও কৃষক। বিএনপি মনোনীত নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রকৃত সুবিধাভোগীদের বদলে বিএনপি নেতাকর্মীদের ভিজিএফ তালিকায় যুক্ত করে সরকারি সুবিধা দিচ্ছেন। সরকারি সহায়তার জন্য আবুল কাশেমসহ অন্যরা গেলে তিনি তাচ্ছিল্যের ভাষায় বলেন, ‘আমার কাছে কেন, সরকার তোমাদের, সরকারের কাছে যাও’। গত ১৭ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবুল কাশেমসহ স্থানীয় আওয়ামী লীগের হতদরিদ্র কর্মীরা গেলে তিনি বলেন ‘এগুলো বিএনপির বরাদ্দ, আমার যাকে ইচ্ছে তাকে দেব’। এভাবে তিনি সরকারের নির্বাচিত প্রতিনিধি হয়ে তার মনোনীত দল বিএনপির নেতাকর্মীদের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন চেয়ারম্যান আব্দুল হাই ৩০ কেজি চালের বদলে ২০-২২ কেজি দিয়ে থাকেন। তার এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানান আবুল কাশেম।