জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম দেবস্থান প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রতিষ্ঠিত প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণপদ গোস্বামী (নিত্যানন্দ) গোস্বামীর ৩৫তম তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তণ মহোৎসব মঙ্গলবার দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে। অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তণে রাধাগোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তণ পরিবেশন করেন শ্রীশ্রী কানুপ্রিয়া সম্প্রদায়,চৈতন্য সম্প্রদায়,সুবল সম্প্রদায়,কালাচাঁন সম্প্রদায়। অনুষ্ঠানের শুরুতে চৈতন্যচরিতামৃত পাঠ করেন শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম। অষ্টপ্রহরব্যাপী লীলাসংকীর্ত্তনে পরির্দশন করেন প্রভুপাদ শ্রীশ্রীকৃষ্ণচরণ গোস্বামীর পঞ্চমপুরুষ প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামী গোপাল। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু সম্প্রদায়ের নেতা পিযুষ রায় কালাসাধু, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌরপুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দে, পুজা উদযাপ পরিষদ নেতা বিভাস দে,অরূপ সরকার, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন প্রমুখ শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন ও সাধারণ সম্পাদক অমিত দেব জানান, প্রতিবছরের ন্যায় প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে উৎসবের সমাপ্ত হয়।