তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক বখাটের বিরুদ্ধে বুধবার সকালে তাহিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ বখাটেকে ধরতে অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রী গত মঙ্গলবার রাত ৯টায় জরুরি কাজের জন্য প্রতিবেশির ঘরে যাওয়ার নিজেদের ঘর থেকে বের হয়। কাজ শেষে ফের নিজের ঘরে ফেরার পথে ভাটি তাহিপেুরের আব্দুল মালিকের পুত্র রোকন মিয়া (২০) ওই ছাত্রীকে মুখ বেধে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ছাত্রীটির চিৎকার শোনে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে রোকন পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে নির্যাতিত ছাত্রীর পিতা বাদী হয়ে রোকনের বিরুদ্ধে থানায় ধর্ষনচেষ্ঠার মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহীদূল্লাহ বলেন, স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলা দায়েরের পরই বখাটেকে ধরতে অভিযান চালাচ্ছে।