হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
লাইক স্টাইল এবং হেল্থ এডুকেশন ও প্রমোশন প্লানের আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শাল্লা উপজেলা হাসপাতাল এর ট্রেনিং সেন্টারে সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জের তত্বাবধানে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো-স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরে সহযোগীতায় ‘স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি বুধবারে দুপুরে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা হেল্থ ইন্সপেক্টর বিজয় কৃষ্ণ সরকারের সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সিভিল সার্জন অফিস সুনামগঞ্জের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক মূল বক্তব্য রাখেন। বক্তাগণ উপস্থিত সবাইকে সুস্থ জীবন যাপন করতে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।