স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ২০১৯ সনে অনুষ্ঠিতব্য প্লাটিনাম উৎসব বিষয়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আইনজীবী এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীকে আহ্বায়ক ও এডভোকেট রুহুল তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে শিক্ষাবিদ সঞ্চিতা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মতবিনিময় সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৯ সনে ‘৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তী’ উদযাপিত হবে।
২৫ জানুয়ারি বৃহষ্পতিবার সন্ধ্যা সাতটায় শহিদ জগৎজ্যোতি পাঠাগারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন সাবেক হুইপ ও প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট ফজলুল হক আছপিয়া। মতবিনিময় সভা পরিচালনা করেন রুহুল তুহিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, রনিজত দাস কটি, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, এডভোকেট স্বপন কুমার দেব, এডভোকেট পীর মতিউর রহমান, এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, এডভোকেট খায়রুল কবির রোমেন, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনূর আলী, এটিএম হেলাল, নাদির আহমদ, এডভাকেট বোরহান উদ্দিন দোলন, এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, এডভোকেট হুমায়ূন কবির, ফৌজিআরা বেগম শাম্মী, এডভোকেট আব্দুল হক, কল্লোল তালুকদার চপল, হিরন্ময় রায়, এডভোকেট শামসুল আবেদিন, আশরাফ হোসেন লিটন, সাংবাদিক মাসুম হেলাল, শামস শামীম প্রমুখ।
সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অনুষ্টানকে সফল করতে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।