তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে তাহিরপুর সদর পশ্চিম বাজারের শাহজালাল টাওয়ারের পাশে একটি মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া ১ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোতাকাব্বির ইসলাম জানান, অগ্নিকান্ডে তার দোকানের সব মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুন দেখে বাজারের নৈশপ্রহরী চিৎকার করলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের ঘুম ভাঙ্গে।তখন আশপাশ এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘন্টব্যাপী অগ্নিকান্ডের পর স্থানীয় লোকজনের সহায়তায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে আসে।
আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টাকারী স্থানীয় লোক আতিকুর রহমান জানান, আমাদের উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যাবস্থা না থাকায় তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।