স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শক্তি রায় বলেছেন, আমি হাওরের সন্তান। হাওরে মন্দিরের উলুধ্বনী, মসজিদের ভোরের আজান, নদী, নৌকা আমাকে এখানে নিয়ে এসেছে। এই সুশোভিত সবুজ আমার ঐতিহ্যের অহঙ্কার। তিনি বলেন, আমি প্রবাসে থেকেও আ.লীগের তৃনমূলের সংগে সস্পর্ক রেখে চলেছি। আমেরিকা আওয়ামী লীগের নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের পরামর্শ নিয়েই দেশে ছুটে এসেছি। তারা আমাকে এলাকায় কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। আমি মানুষের সেবা করার জন্যই আমেরিকার নাগরিকত্ব নেইনি। আমি এই এলাকার মানুষের জন্যই কাজ করতেই এটা করেছি। বাংলাদেশই আমার আপন ও গৌরবের ঠিকানা।
শনিবার সকালে শহরের কুটুম বাড়ি রেস্টুেরেন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি সুনামগঞ্জ ১ আসনের তৃণমূল নেতাদের নাম ধরে ধরে তাদের সংগে সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন আমি তাদের স্নেহধন্য কর্মী। তাদের আশির্বাদ নিয়ে গত দুই বছর ধরে কাজ করছি। আমার বাবার নামের ফাউন্ডেশন থেকে এলাকায় শিক্ষাবৃত্তিসহ সাধ্যমতো হাওরবাসীর পাশে থেকে সহযোগিতা করছি। তিনি বলেন, মানুষের সেবা করার জন্যই আমি প্রবাসে স্থায়ী হচ্ছিনা। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ট কর্মী হিসেবে আমি তাদের স্বপ্নের সোনার বাংলার ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করার সুযোগ চাই।
মতবিনিময় সভায় রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও সুনামগঞ্জ- আসনের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।