স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসি দেশের বিভিন্ন স্থানীয় সরকারের একশ’টি নির্বাচনের সঙ্গে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল মোতালেব খান বিষয়টি রোববার রাতে সুনামকণ্ঠকে নিশ্চিত করেন।
ইসি সূত্রে জানা যায়, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ ও ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার শেষ সময় ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ এবং ভোট হবে ২৯ মার্চ।
জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল মোতালেব খান বলেন, আমাকে সচিবালয় থেকে নির্বাচনের তারিখের বিষয়টি জানানো হয়েছে। এখনো কাগজপত্র হাতে পাইনি। আশা করছি সোমবার মন্ত্রণালয় থেকে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র হাতে পাবো।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল-এর অকাল মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গতকাল রোববার নির্বাচন কমিশন পৌরসভাটিতে মেয়র পদে উপ-নির্বাচন হবে।