স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তারুণ্যের সাংস্কৃতিক সংগঠন ‘কালচারাল ফোরাম’ মহান একুশে উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পৌর চত্বরে কবিতা আবৃত্তি, নাটক, সঙ্গীতসহ নানা অনুষ্টানমালা সম্পন্ন করেছে। মোমবাতির আলোয় একুশের প্রতিচ্ছবি ফুটিয়ে তারা অনুষ্টানগুলো একে একে সম্পন্ন করে। অনুষ্টানে বিপুল দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সুনামগঞ্জের মূলধারার নাট্যসংগঠন প্রসেনিয়াম ভাষার উপর একটি সময়োগী নাটক মঞ্চস্থ করে। গভীরাশ্রয়ী এই নাটকটির মঞ্চায়নের সময় উপস্থিত দর্শকরাও উপলব্দি করেন।
অনুষ্ঠানের পূর্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন, জেলা কালচারাল অফিসার আহমদ মঞ্জুর চৌধুরী পাভেল, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আফতাব মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, কালচারেল ফোরামের সভাপতি সুহেল রানা সাধারন সম্পাদক রিপন চন্দ প্রমুখ।
আলোচনা পরে প্রয়াত পৌর আয়ুব বখত জগলুলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অমর একুশের সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।