দিরাই প্রতিনিধি::
জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, দিরাই-শাল্লা উপজেলার কোন ঘরই বিদ্যুৎ বিহীন থাকবেনা। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ পৌছে দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পরম মমতায় হাওরবাসীর খবর রাখেন। এলাকার জীবনমান উন্নয়নে হাওর এলাকায় বিশেষ নজর রয়েছে প্রধানমন্ত্রীর। এলাকাবাসীকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্ন, অসমাপ্ত কাজগুলো সবই বাস্তবায়ন করা হবে। আমি সে লক্ষেই কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলার ধলকুতুব ও ডুলপশি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামন্ত দাসের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মজিদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার কাউন্সিলর সবুজ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন রাহাত মিয়া রাহাত, মোহন চৌধুরী, আহমেদ সারোয়ার, জুয়েল মিয়া, ইকবাল সরদার, সোয়েব চৌধুরী, মোঃ রাজীব চৌধুরী প্রমুখ। জয়া সেনগুপ্তা বলেন, বুরে্যা ফসল রক্ষায় সরকার এবার কঠুর অবস্থানে। হাওর রক্ষা বাঁধের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্ধ দিয়েছে। বাঁধে সবাইকে নজরধারি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাওর রক্ষা বাঁধে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবেনা। অনিয়ম হলেই এ্যকশন নেয়া হবে।