স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি তাহিরপুর উপজেলা শাখার শ্রীপুর উত্তর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে মেঘালয় সীমান্তসংলগ্ন পাটলাই নদীর তীরে অবস্থিত তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহবায়ক ও জেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন। বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহবায়ক মন্জু রঞ্জন তালুকদার, তাজুল ইসলাম, আব্দুল মান্নান, আক্তার হোসেন, নিতাই পাল, মাকছুম মিয়া। আরো বক্তব্য রাখেন বাবুল হোসেন, আবু সুফিয়ান, নুরুন্নাহার বেগম, পরিতোষ দেবনাথ, এ এইচ এম আসাদুল ইসলাম, রাসেল আহমদ, আব্দুস সাত্তার, হুসাইন আহমদ তৌফিক, সাফিয়া খানম, মোনালিসা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন সঞ্জয় পুরকায়স্থ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাশ।
সভায় হাদিউজ্জামান কে সভাপতি, সানজু মিয়া সিনিয়র সহসভাপতি, মোনালিসা বেগম সহসভাপতি , সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, শাহজালাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শাহনাজ আক্তার ও ফায়জুল ইসলাম কে যুগ্ম সম্পাদক, সাফিয়া খানম সাংগঠনিক সম্পাদক, রোকন উদ্দিন কোষাধক্ষ্য, মোশাররফ হোসেন প্রচার সম্পাদক, পারভীন আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, আমিরুল ইসলাম সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক, বিনা পানি চক্রবর্তী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করে সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট উত্তর শ্রীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।