স্টাফ রিপোর্টার:
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির জনকের রাজনৈতিক সহচর হোসেন বখতের ছেলে সদ্যপ্রয়াত সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের ছোটভাই সাবেক ছাত্রনেতা নাদের বখতকে পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার রাতে দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত জানিয়েছে।
এই খবর সুনামগঞ্জ শহরে পৌছা মাত্রই তৃণমূল আলীগ উজ্জীবিত হয়, আনন্দ মিছিল বের হয় সুনামগঞ্জে।
এদিকে গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আকষ্মিক মারা যান আয়ুব বখত জগলুল। গত ২৫ ফেব্রুয়ারি মারা যান তার মাতা নূরজাহান বখত। ফলে পরিবারটি গভীর শোকে আচ্ছন্ন। দলীয় হাই ককমান্ড বখত পরিবারের রাজনৈতিক ত্যাগ, বর্তমান অবস্থা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জনবান্ধব জনপ্রতিনিধি ঘোষণার পর বখত পরিবারের এই মূল্যায়ণকে অভিনন্দন জানিয়েছে তৃণমূল।
উল্লেখ্য জগলুল দুই দফা মেয়রের দায়িত্ব পালন করে পরকল্পিত উন্নযনের মাধ্যমে শহরে ব্যাপক পরিবর্তন করেন।