স্টাফ রিপোর্টার::
রমজান আলী নামের এক বৃদ্ধ গত ১৫ দিন ধরে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায়। পথের মানুষদের শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতেন। নামটি বলতে পারলেও আর কিছু বলার ক্ষমতা ও স্মৃতি তার নেই। শনিবার বিকেলে সনামগঞ্জের দুই সংবাদকর্মীর সহায়তায় তাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এই অসহায় বৃদ্ধের খবরটি কানে আসে সদ্যপ্রয়াত সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখতের। তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্টদের এই বৃদ্ধের উন্নত চিকিৎসার জন্য আহ্বান জানান এবং এর চিকিৎসার ব্যয়ভার বহনের সম্পূর্ণ দায়িত্ব নেন। তিনি হাসপাতালের সংশ্লিষ্টদের এই অসহায় অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় যাতে কোন ত্রুটি না থাকে সেই আহ্বান জানান। বর্তমানে এই অসহায় বৃদ্ধের চিকিৎসা চলছে সুনামগঞ্জ সদর হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে ওই বৃদ্ধের বাড়ি সিলেটের কদমতলি এলাকায়। তার উন্নত চিকিৎসার প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানান।
সাংবাদিক আমিনুল ইসলাম জানান, নাদের বখত অসহায় এই বৃদ্ধের খবর পাওয়ার পরই তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য আমাদের অনুরোধ জানান। পরে তিনি হাসপাতালের সংশ্লিষ্টদেরও বৃদ্ধের উন্নত চিকিৎসার কথা জানিয়ে চিকিৎসার ব্যয়ভার বহনের কথাও আমাদের জানিয়েছেন।