স্টাফ রিপোর্টার:
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্টিত হয়। এতে অভিভাবক সদস্য গোলাপ মিয়া আনারস প্রতীক নিয়ে ১১ ভোটের মধ্যে ৯ ভোট পেয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে কোন প্রতিদ্বন্ধী না থাকায় মেহেরুন্নেছা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। ভোট প্রদান করেন অভিভাবক সদস্য গোলাপ মিয়া, তৈমুর মিয়া, মেহেরুন্নেছা, আলেক জান, ভুমিদাতা জিয়াউল হক তালুকদার, স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি নিগার সুলতানা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ শাহাদত হোসেন। তবে বিদ্যোৎসাহী সদস্য শামসুর রহমান ও নাসিমা বেগম অনুপস্থিত ছিলেন। শামসুর রহমান সভাপতি পদে প্রার্থী ছিলেন। তার প্রতীক ছিল ফুটবল।
নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান। প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার।
পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সহসভাপতি হারুন অর রশীদ, নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী মেহেদী হাসান উজ্জ্বল, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাদল মিয়া।
গোলাম রাব্বী জাহান ও বিপ্লব সরকার বলেন, আমরা আশা রাখি নবগঠিত কমিটি বিদ্যালয়ের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সব ধরণের সহযোগীতা ও কাজ করে যাবেন।