সিলেট প্রতিনিধি::
নিজের ক্যাম্পাসে একদিন অবস্থান করে ঢাকা ফিরে গেছেন লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ক্যাম্পাস ছাড়ার আগে তিনি বলেন, ‘এটা আমার ইউনিভার্সিটি এবং আমৃত্যু এটা আমার ইউনিভার্সিটি থাকবে।’ এসময় তিনি বিশ্ববিদ্যালয়েল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। হামলার পর তার প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার যে ভালোবাসা দেখিয়েছে তা কখনো ভুলার না বলে এসময় তিনি মন্তব্য করেন।
জাফর ইকবাল বলেন, ‘যেভাবে আমার উপর হামলা হয়েছে তাতে খুব সহজে বেঁচে আসার কথা ছিল না। অসংখ্য মানুষের দোয়ার কারণেই আমি বেঁচে ফিরেছি। ক্যাম্পাসে ফেরার পর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আমাকে অনেক চিঠি দিয়েছে। আমি সেগুলো পড়েছি। তাদের সেই ভালোবাসার প্রতিদান দেয়া আমার পক্ষে কোনদিনও সম্ভব হবে না। যেহেতু আমি নতুন জীবন পেয়েছি, তাই জীবনের বাকি সময়ে আমি যাতে ছেলেমেয়েদের জন্য ভালো কিছু একটা করতে পারি সে শক্তি ও সুযোগ যেন আল্লাহ আমাকে দেন।’
নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেশের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে। আমাদের দেশটা খুব সুন্দর। ওরা (নতুন প্রজন্ম) দেশটাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসুক, দেখবে দেশও ওদেরকে ভালবাসবে।’
চলতি বছরের অক্টোবরে চাকুরির মেয়াদ শেষ হচ্ছে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের। কিন্তু এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি তুলেছেন ক্যাম্পাস ছেড়ে না যাওয়ার জন্য। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাফর ইকবাল বলেন, ‘অফিসিয়ালি আমার রিটায়ার্ডমেন্ট হয়ে গেলেও এটা আমার ইউনিভার্সিটি। এখানে আসলে কখনোই মনে হবে না আমি অন্য কোথাও এসেছি। তাই অফিসিয়ালি আমি আছি কি-না সেটা বিষয় নয়, এটা আমার ইউনিভার্সিটি এবং আমৃত্যু এটা আমার ইউনিভার্সিটি থাকবে।’
দুপুর সোয়া একটায় বেসরকারি একটি এয়ারলাইন্সের ফ্লাইটে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।