স্টাফ রিপোর্টার::
বরিশালের বিউটি মোড় থেকে নির্মম নির্যাতন করতে করতে টেনে হেচড়ে ডিবি কার্যালয়ে নিয়ে হাতে হাতকড়া পরিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয় বেসরকারি সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সুমন হাসান কে। কোন কারণ ছাড়াই কতিপয় ডিবি সদস্যদের এমন হিং¯্র আচরণে ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের সকল অঞ্চলের সাংবাদিক সমাজ। পাশবিক এ নির্যাাতনের শিকার সুমন হাসানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ক্ষুব্ধ হয়ে ওঠেন নানা শ্রেণী পেশার আপামর নাগরিকরা। গত ১৩ মার্চ দুপুরে ঘটে যাওয়া এ ন্যক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন সুনামগঞ্জের গনমাধ্যমকর্মীরা। সুনামগঞ্জ রিপোর্টার’স ইউনিটির ব্যণারে বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার’স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সিনিয়র সাংবাদিক শামস শামীম, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, সেলিম আহমদ, তারেক মাহমুদুর রহমান, হিমাদ্রী শেখর ভদ্র, জাকির হোসেন, বিশ^জিৎ সেন রায় পাপন, কুদরত পাশা, অরুণ চক্রবর্তী, মাসুক আলম, ঝুনু চৌধুরী, মো. আমিনুল ইসলাম, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীর, সাধারণ সম্পাদক রুজেল আহমদ, শহিদনুর আহমদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ৮ ডিবি সদস্য কে বহিস্কারের দাবি জানান। এমন ঘটনা বাংলাদেশ পুলিশ বিভাগের বড় কলঙ্ক বলেও উল্লেখ করেন তারা।