স্টাফ রিপোর্টার::
জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে গত ইউপি নির্বাচনে নৌকা বিরোধীদের স্থান হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জগন্নাথপুরে এমন দুই প্রবাসী জনপ্রতিনিধিকে জেলা কমিটিতে কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদ দেওয়ার হয়েছে।
জানা গেছে গত ইউপি নির্বাচনে জগন্নাথপুর সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিরুদ্ধে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচন করেন তৈয়ব কামালী। নবগঠিত কমিটিতে তাকে কার্যনির্বাহী পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই উপজেলার সিরাজুল ইসলামও ছিলেন গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধী প্রার্থী। তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেন। এভাবে নৌকা প্রতীকের সরসরি বিরোধীতাকারীদের কমিটিতে স্থান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিতরা।
নামপ্রকাশে অনিচ্ছুক জগন্নাথপুর আওয়ামী লীগের এক নেতা বলেন, গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় এক চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এখন দলীয় প্রার্থীর বিরোধীদের পুরস্কার করে নেতারা সমালোচিত কাজ করেছেন।
এ বিষয়ে জেলা সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।