স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার গ্রামের মাহমুদপুর পূর্ব মাঠে ঘোড়দৌঁড়ের নামে মদ ও জুয়ার জমজমাট আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকেই জুয়ার ঘর তৈরির দৃশ্য দেখা গেছে। সামিয়ানা টাঙ্গিয়ে ছোট ছোট কক্ষ করে নিরাপদে জুয়া খেলার কুঠুরি তৈরি করা হয়েছে। এতে এলাকার উঠতি যুবকেরা জুয়া আসক্তিতে জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।
শুক্রবার সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় আগত দর্শনার্থীদের কেউ কেউ ঘোড়দৌড় দেখছেন। তবে বিশেষ শ্রেণির কিছু মানুষকে দেখা গেল জুয়াখেলার পেন্ডালের দিকে ছুটছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্তজমজমাট জুয়ার আসর বসবে এখানে। থাকবে মাদকের ব্যবস্থাও।
এলাকাবাসীর অভিযোগ, মেলা কমিটি সদস্যরা ঘোড় দৌড় মেলার নামে জুয়ার আসর বসিয়ে এলাকার উঠতি যুবকদের আসক্তির মধ্যে ফেলে দিয়েছে। তারা পরিবারের কাছ থেকে টাকা চুরি করে এবং পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে টাকা এনে জুয়ায় দান ধরছে। তাছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে পেশাজীবী জুয়ারিরাও এসে জড়ো হয়েছেন। প্রকাশ্যে জুয়ার আসর বসানো হলেও পুলিশ নিরব রয়েছে।
মেলার অন্যতম আয়োজক গোলাম কিবরিয়া বলেন, আমরা পুলিশকে ম্যানেজ করেছি। কোন সমস্যা হবেনা। যে কেউ ইচ্ছে করলেই রাতে আসরে বসতে পারবে। সাংবাদিক পরিচয় পাবার পর তিনি লাইন কেটে দেন।
জামালগঞ্জ থানার ওসি মো.আবুল হাশেম বলেন, জুয়া খেলার কোন সুযোগ দেওয়া হবেনা। আমার পুলিশ পাঠানো আছে। আয়োজকরা ঘোড়দৌড়ের নামে জুয়ার আসর বসানোর জন্য পুলিশকে ম্যানেজ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মোটেও সত্যি নয়।