সুনামগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করেছেন। পরে সোমবার সকালে স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, কারারক্ষী, স্কাউট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা কুচকাওয়াজে অংশ নেয়।
দিবসটি উপলক্ষে দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও অনাথালয়ে উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের প্রতিযোগিতা, কাবাডি, প্রীতি ফুটবল, প্রামাণ্য চলচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহিদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. শামসুন্নাহার রব্বানী শাহানা।