স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর প্রচারণা শেষে শান্তিপূর্ণ ভোটদানের অপেক্ষায় সুনামগঞ্জ পৌরসভার প্রায় ৪২ হাজার ভোটার। প্রশাসন ও নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, শান্তিপূর্ণ ও নির্বিগ্ন ভোটপ্রদানের জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তাছাড়া তিন প্রার্থী শান্তিপূর্ণ উপায়ে উৎসবমুখর প্রচারণা শেষ করায় স্বস্থি প্রকাশ করেছেন নাগরিকরা। তারা বৃহষ্পতিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটদানের আশায় রয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রায় ৪২ হাজার ৩২২জন ভোটারও রয়েছেন। ২৩টি কেন্দ্রে বৃহষ্পতিবার সকাল থেকেই তারা নিজ নিজ কেন্দ্রে নির্বিগ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য প্রশাসন প্রতিটি কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা নিয়েছে। তিন স্তরের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবির টহল রয়েছে। রয়েছে ভিজিলেন্স টিম।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সুনামগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট হবে। এটা আওয়ামী লীগের চ্যালেঞ্জ। প্রশাসন কোন পক্ষপাতিত্ব করবেনা। আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি।