স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে ফুটবল সুপার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মোহনপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় হাজারো ক্রিড়ামোদী অংশ নেন। ঠান ঠান উত্তেজনাপূর্ণ খেলাটি গোলশুন্য হওয়ার পর ট্রাইবেকারে বিজয়ী হয় এসএস নিহারিকা স্পোটিং ক্লাব। ট্রাইবেকারে তারা ৫-৪ গোলে তানভির সুপার স্টারকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
মোহনপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আমেরিকা প্রবাসী আলতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী শামছুল হুদা সোহেল, সাংবাদিক শামস শামীম, ইউপি সদস্য মো. শমছুন্নুর, মধ্যপ্রাচ্য প্রবাসী মুজিবুর রহমান, কালা মিয়া, প্রভাষক রইসুজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিম উদ্দিন, মজর আহমেদ সাজু, জমির আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফদ্যা লীগ, সেরা গোলদাতা, সেরা দর্শক, সেরা টিম মালিকসহ নানা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী এসএস নিহারিকাকে চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে ২০ হাজার টাকা পুরস্কার এবং রানার আপ তানভির সুপার স্টারকে ট্রফি ও ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য এই এলাকার গ্রাম এলাকায় এর আগে সুপার ফুটবল লীগ অনুষ্ঠিত হয়নি। যার ফলে প্রায় মাসব্যাপী অনুষ্ঠিত ফুটবল লীগের প্রতিটি ম্যাচে হাজার হাজার দর্শক অংশ নেন। তারা আয়োজক মোহনপুর গ্রামের তরুণদের একটি উৎসবমুখর ফুটবল লীগ খেলা উপহার দেওয়ায় অভিনন্দন জানান।
উল্লেখ্য ফাইনাল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে নূরুল হুদা মুকুট থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানের কাছাকাছি গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফিরে এসেছেন। পরে আয়োজকরা প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট পাঠিয়ে দিয়েছেন। নূরুল হুদা মুকুট আগামীকে গ্রামের এরক কোন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। গ্রামবাসী তাকে আমন্ত্রণ জানানোয় তিনি তাদেরকে ধন্যবাদও জানান।