স্টাফ রিপোর্টার
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তাহিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাহিরপুর সদর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
বক্তারা বলেন হাওরাঞ্চলের স্মরণকালের দুর্যোগে সংগঠনটির ভুমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। তারা আরো বলেন, সংগঠনটি হাওরাঞ্চলের খাদ্য, শিক্ষা, যাতায়াত সহ সার্বিক উন্নয়নে তাদের ভুমিকা সম্প্রসারিত করবে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন, সমাজকর্মী নাজমুল হুদা সংগ্রাম, সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন শাহ, রাজন চন্দ, আবুল কাশেম, শিক্ষক মাকছুম আহমেদ, উজ্জল মিয়া।