স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সমাপ্তি ও পরবর্তী করণীয় নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মতবিনিময়ে তিনি আগামী ১৫ এপ্রিলের আগে ধান কাটার আহ্বান জানান।
বুধবার বেলা ১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, উপকারভোগী কৃষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমারা কথা দিয়েছিলাম সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব। সেটা আমরা করার চেষ্টা করেছি। দ্রুততম সময়ের মধ্যে ধান কেটে ঘরে তোলার চেষ্টা করুন। আগামীতে আগাম জাতের ২৮ ধান রোপন করুন যাতে বন্যা আসার আগে ফসল কাটা যায়।
এ সময় আরও বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীর প্রতিক, শাহনা রব্বানী এমপি, মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার প্রমুখ।