স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা পরিষদ কর্তৃক শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে। এসময় রাস্তায় বেরিয়ে যানবাহনও আটকে দেয় তারা। পরে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল ঘটনাস্থলে পৌছে তাদের নিবৃত্ত করেন।
জানা গেছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর-পূর্ব কোণে সম্প্রতি সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ বিষয়টি অবগত হবার পর বিদ্যালয়ের ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। তারা খেলার মাঠের বদলে শহরের অন্যত্র কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানায়। এই দাবিতে গত শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল দিয়ে জেলা প্রশাসক বরাবরে সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে তারা।