স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ সাড়ম্ভর উদযাপিত হচ্ছে। মৌলবাদ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে নানা পরবের মাধ্যমে উদযাপিত হচ্ছে দিনটি। রঙিন কাপড়ে নারী পুরুষ শিশুরা সজ্জিত হয়ে নাচে গানে উৎসবে বৈশাখকে স্বাগত জানান। পরে দিনব্যাপী নানা উৎসবে মিলিত হন তারা। বঙ্গাব্দ ১৪২৫ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়। বিকেলে জুবিলী প্রাঙ্গনে জেলা প্রশাসন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। সকালে জেলা উদীচী, লোকদল শিল্পীগোষ্ঠী, সরকারি কলেজ, মাহিলা কলেজ, জুবিলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিটি অনুষ্টানেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসনের র্যালিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বাঙালির প্রাণের উৎসবে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, পয়লা বৈশাখ আমাদের মৌলবাদ, ধর্মান্ধতা বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাঙালিয়ানার শিক্ষা দেয়। একটি উন্নত ও সহিষ্ণু জাতি হিসেবে প্রাণ থেকে এই উৎসবটি পালনের আহ্বান জানান বক্তারা।
বর্ষবরণের শুরুতে রমনা বটমূলে মৌলবাদী হামলায় নিহতদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও উদীচীর লোকজন।