স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পৌর বিপণির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের প্রতিনিধি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের সুনামগঞ্জ’র সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, চ্যানেল আই ও দৈনিক মানবজমিন প্রতিনিধি একেএম মহিম, দৈনিক জনকণ্ঠ ও মাছারাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক কালেরকণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মাসুক মিয়া, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, ইনডিপেনডেন্ট টিভি ও ভোরে কাগজ প্রতিনিধি জাকির হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি রাজন মাহবুব, দৈনিক সুনাকণ্ঠ’র সাব এডিটর পাপন সেন রায়, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ী দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আশিকুর রহমান পীর, ডিবিসি নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুজেল আহমদ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি শহীদ নূর আহমেদ প্রমুখ।
জরুরি সভায় প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত নেয়া হয়। এছাড়াও জরুরি সভায় সারা দেশে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানানো হয়। পাশাপাশি সুনামগঞ্জে যাতে অন্যায়ভাবে কোন সাংবাদিককে নির্যাতন ও হয়রানি না করা হয় এ জন্য যথাযত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হ