স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ পুলিশ বাহিনীর বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুড়া।
ক্রীড়ানুষ্ঠানে পুলিশ বাহিনীর কর্মীরা ভাস্কর্য্য প্রদর্শনের মাধ্যমে একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনির বর্বরতা তুলে ধরেন। বাঙালি নিরপরাধ নারীকে কিভাবে নির্যাতন করেছিল নিজেরা মুক ভাস্কর্যরূপ ধারণ করে ফুটিয়ে তুলেন। তাছাড়া প্রদর্শনীতে স্বাধীনতা পরবর্তী মুক্তিযোদ্ধারা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা কিভাবে ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছেন তাও তুলে ধরেন। নিজেদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধকে তুলে ধরায় প্রশংসা করেন অতিথিবৃন্দ।
অনুস্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জঙ্গিবাদ ও মাদক রোদে পুলিশকে সহযোগিতার জন্য জনসাধারণকে আহ্বান জানান।
অনুষ্টানে প্রতিটি থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।