স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের সেন্ট্রাল ফার্মেসি গ্রাহকদের কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মালিক ও কর্মচারীকে ৫ দিনের কারাদ- প্রদান করেছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ দুজনকে ৫ দিনের সশ্রম কারাদ- প্রদান করেন।
পুলিশ জানায়, সেন্টাল ফার্মেসি সবসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল। রবিবার রাতে প্রশাসনের জনৈক কর্মকর্তার কাছে ওষুধ বিক্রি করে প্রতিষ্ঠানটি। বাসায় নিয়ে দেখা যায় ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ। সকালে বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হলে পুলিশ মালিক জহির আহমেদ ও কর্মচারী বাপ্পি দাসকে আটক করে থানায় নিয়ে যায়। ফার্মেসিতে অনুসন্ধান চালিয়ে অনেক মেয়াদোত্তীর্ণ ওষুধ খুজে পায় পুলিশ। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দুজনকে ৫ দিনের কারাদ- প্রদান করা হয়।
সদর থানার ওসি মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে ফার্মেসিতে অনুসন্ধান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিচার পরিচালনা করা হলে মালিক ও কর্মচারীকে ৫ দিনের দ- প্রদান করা হয়।