জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে প্রধান মন্ত্রীর খাদ্যবান্ধব কর্ম সূচির সীলমোহরকৃত ৩০ কেজি ওজনের ৪৩ বস্তা চাল আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ১১ টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের হেলিপ্যাড মাঠ সংলগ হেলাল মিয়ার ঘরে এই চালের বস্তা মজুদ করা হচ্ছিল। এরই মধ্যে স্থানিয় লোকদের সন্ধেহ হলে তারা গোপনে পুলিশকে খবর দেন। স্থানয়িদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসছে টের পেয়ে চাল মজুদকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে স্থানয়ি লোকজন জানিয়েছেন চাল নিয়ে াাসা ট্রলি গাড়িটি স্থানয়ি ওযার্ড মেম্বার সুহেল মিয়া পুলিশ আসার পূর্বেই বিদায় করে দিয়েছেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে এলাকাবাসী দাবী জানিয়েছেন পাচারের উদ্যেশ্যেই এখানে রাতের বেলায় চাল মজুদ করা হচ্ছিল। ট্রলী চালক, ঘর মালিক ও দক্ষিণ কামলাবাজ গ্রামের রহিম আলী নাম ব্যাক্তি চাল ঘরে নেয়ার সময় ট্রলিতে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বেরিয়ে আসবে।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা অসীম কুমার বলেন, ৩ দিনের মধ্যে গুদাম থেকে চাল বাহিরে যায়নি। তবে এই চাল কোথায় থেকে এলো তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।
জামালগঞ্জ থানার অফিসার ইন চার্জ ওসি মো: আবুল হাশেম বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে চাল রাখার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে চাল আটক করা হয়েছে। তবে সুষ্ঠু তদন্তের পর এ বিষয়ে বলা যাবে। আপাদত ৪৩ বস্তা চাল আমার জিম্মায় রয়েছে।