দিরাই প্রতিনিধি::
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের লোকাল গভরমেন্ট সাপোর্টার প্রোগ্রাম (এলজিএসপি)’র মাধ্যমে এলাকার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সফলতা লাভ করায় স্বর্ণপদক পেয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু। শুক্রবার বিকেলে ঢাকার বিজয়নগরস্থ হোটেল ফার্সে বাংলাদেশের অগ্রযাত্রায় ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও এলজিএসপিতে এ গ্রেডভূক্ত সফল চেয়ারম্যানদের (স্বর্ণপদক)সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিমুলবাঁক ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মিজানুর রহমান জিতু’র হাতে স্বর্ণপদক তুলেদেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) সভাপতি, মাহবুবুর রহমান টুলু সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাঃ আ আ ম স আরেফিন সিদ্দিক, কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমীন, দৈনিক সমকাল পত্রিকার উপ সম্পাদক আবু সাঈদ খাঁন, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং জার্নালিজম ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী জামিল আহমেদ, বিশিষ্ট সাংবাদিক শাখাওয়াত হোসেন প্রমুখ।