স্টাফ রিপোর্টার::
জাতীয় দৈনিক কালের কণ্ঠ-বসুন্ধরা খাতা জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ এর সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ট বিতার্কিক মনোনীত হয়েছে ছাতকের কৈতক গ্রামের প্রমি দস্তিদার। সে ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। শনিবার সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কালের কণ্ঠ-বসুন্ধরা খাতা জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে তাকে শ্রেষ্ট বিতার্কিক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রমি দস্তিদার কৈতকের বিখ্যাত দস্তিদার পরিবারের মেয়ে। তার বাবা নির্মলেন্দু দস্তিদার নান্টু খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবং মা কৃষ্ণা দাস কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র নার্স হিসেবে কর্মরত।
শ্রেষ্ট বিতার্কিকের প্রতিক্রিয়ায় প্রমি দস্তিদার বলেন, জেলা পর্যায়ে আমার স্কুল চ্যাম্পিয়ন এবং আমি ব্যক্তিগতভাবে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হওয়ায় খুবই উৎফুল্ল। এখন বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে আমরা সেখানেও ধারাবাহিকতা বজায় রেখে জাতীয়ভাবেও প্রতিনিধিত্ব করতে চাই। কালের কণ্ঠ আমাদের এই সুযোগ করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। প্রমি বলেন, যুক্তির আলোকে আমরা শানিত হতে হাই।
প্রমির হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন কালের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম।