দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা আবুল মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহিৃ——–রাজিউন। সোমবার সকাল সাড়ে ৮ ঘটিকায় সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টায় চন্ডিপুর মাদ্রাসা ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে যানাজায় মানুষের ঢল নামে।
যানাযার নামাজে এলাকার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। এদিকে প্রবীণ রাজনীতিবিদ ও শালিস ব্যাক্তিত্ব আবুল মিয়ার মুত্যৃতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, দিরাই পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।