স্টাফ রিপোর্টার::
ক্ষণে ক্ষণে দুমসে নানা নামা বৃষ্টিও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি ক্রেতাদের। ঈদের নতুন জামা চাই চাই। তাই বিভিন্ন বয়সের ক্রেতাদের শেষ মুহুর্তে অভিযাত, নি¤œমধ্যবিত্ত এবং নি¤œ আয়ের লোকদের ঈদ কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে। সুনামগঞ্জ জেলা শহরে শেষ মুহুর্তে ব্যস্ত রয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার দোকানীরা। ঈদের চাদ দেখা না যাওয়ায় আগামী দিনও দোকানীরা ভালো ব্যবসা করবেন বলে জানিয়েছেন। তবে অত্যধিক দামের কারণে ভিমড়ি খাচ্ছেন ক্রেতারা।
জেলা শহরের বিভিন্ন দোকানপাট বিশেষ করে পোষাকের দোকান গুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। শহরের দোজা মার্কেট, স্টেশন রোড, ডিএস রোড, মধ্যবাজার, সুরমা মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফুটপাতেও রয়েছে ক্রেতাদের ভিড়। তবে বৃষ্টির কারণে ফুটপাতে বিকিকিনি কম বলে ব্যবসায়ীরা জানান।
ক্রেতারা জানিয়েছেন প্রতিটি দোকানেই কাপড়ের মূল্য অত্যধিক। ঈদকে কেন্দ্র করে দোকানদাররা কৌশলে দাম বাড়িয়ে দিয়েছেন বলে তাদের অভিযোগ।
শহরের উকিলপাড়ার ক্রেতা জেসমিন আক্তার বলেন, তিন চারটি মার্কেট ঘুরেছি। প্রতিটিতেই তুলনামূলক দাম বেশি। নিজের জন্য কিছু না কিনলেও বাচ্চাদের জন্য কেনা কাটা করতে হচ্ছে অতিরিক্ত দামের মধ্যেই।
শহরের দোজা মার্কেটের ব্যবসায়ী অপু বলেন, আমরা দাম বাড়াইনি। যেখান থেকে আমরা পাইকারি কিনে এনেছি দাম সেখানেই পড়েছে।