স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার পোনে বারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সন্ধ্যাঘন আকাশের মতো কালো করে একটানা বজ্রপাত ও ঝড় হয়েছে জেলার সর্বত্র।
বুধবার দুপুরে প্রায় দেড় ঘন্টা ঘন অন্ধকার ছিল সুনামগঞ্জ জেলা। এসময় আকাশ কালো করে তুমুল ঝড় ও একটানা বজ্রপাত হয়। বজ্রপাতে হাওরে কাজ করার সময় শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের কাশিরপুর গ্রামের আলমগীর (২৮) নামের এক যুবক মারা যায়। একই সময়ে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের জুয়েল মিয়া (২০) নামের এক কৃষক মারা যান। বাহুটিয়া কান্দা গ্রামের শ্রমিক দিলহাজ মিয়া (১৮) বজ্রপাতে আহত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইদুর রহমান চৌধুরী বলেন, বিশ্ব গবেষণা সংস্থা হাওরাঞ্চলকে বজ্রপাতপ্রবণ এলাকা হিসেবে জানিয়েছি। গাছপালাহী খোলা হাওর বজ্রপাত ঝুকিপূর্ণ এলাকা। তিনি বজ্রপাতের সময় উচু গাছের পাশে বা লোকালয়ে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।