স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কাঁচা বাজারে দ্রব্যমূল্য উর্ধ¦মুখি লক্ষ্য করা গেছে। গত দুই-তিন ধরে কাচাবাজারের পণ্যের দাম দ্বিগুন বেড়ে গেছে বলে ক্রেতারা জানিয়েছেন। রমজান উপলক্ষে কোন কারণ ছাড়াই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছে বলে মনে করেন ক্রেতারা।
শুক্রবার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সব্জির দাম অত্যধিক। তিন দিন আগে ঝিঙ্গার মূল্য ৩০-৩৫ টাকা ছিল। গতকাল শুক্রবার ঝিঙ্গা ষাট টাকা কেজি বিক্রি হয়েছে। ঢেরস ৪০ টাকা, কাকরোল ৭০ টাকা, করলা ৫০ টাকা, কাঁচা মরিচ ৬৫ টাকা,শষা ৬০টাকা, বেগুন ৭০ টাকা, টমেটো ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচা বাজারে অন্যান্য সব্জির দামও ছিল বেশি।
এদিকে বাজারে কলার দামও বেড়ে গেছে অস্বাভাবিক। ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে কলা। কাছা বাজার ছাড়াও রমজান উপলক্ষে অন্যান্য দ্রব্য সামগ্রীর দামও বৃদ্ধি পেয়েছে।
এদিকে অকারণে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ী সমিতিগুলোকেও তারা এ দিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রবূমূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসন সতর্ক ও তৎপর রয়েছে।