স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিএডিসি (এগ্রিকালচার করপোরেশন) সুন্দর ও সুরক্ষিত সীমানা দেয়াল ভেঙ্গে নতুন করে নির্মাণের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু পুরনো হওয়ার অজুহাতে পুরনো সুরক্ষিত দেয়াল ভেঙ্গে নতুন নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় সরকারের মোটা অংকের টাকা অপচয় হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী। তারা এটাকে কর্তৃপক্ষের ব্যয় বিলাস হিসেবে মন্তব্য করছেন। সরেজমিন দেখা গেছে শহরের হাজীপাড়াস্থ অফিসের দক্ষিণের প্রায় ৩০০ মিটার সীমানা দেয়াল গত কয়েক দিন ধরে ভাঙ্গা হচ্ছে। দেখা গেছে সুরক্ষিত এই দেয়াল ভাংতে গিয়ে ঘাম ঝরাচ্ছে শ্রমিকরা। এলাকাবাসী জানান, পুরনো হলেও সীমানা দেয়ালটি ছিল সুরক্ষিত। এখনো সটান দাড়িয়ে আছে। একটুও হেলেনি। তারপরও সেই ঠেকসই দেয়ালটিকে ভেঙ্গে সম্প্রতি ৩০ মিটার দেয়াল নতুন করে নির্মাণে প্রায় ১০ লাখ টাকা ব্যয় করছে কর্তৃপক্ষ। এই ব্যয়কে স্থানীয়রা সরকারি বরাদ্দের অপচয় হিসেবে মন্তব্য করেছেন। স্থানীয় বাসিন্দা সুজন বলেন, দেয়ালটি ভাঙ্গার কোন কারণ দেখিনা। শুধু পুরনো হওয়ার অজুহাতে সরকারের লাখ লাখ টাকা অপচয় করে ঠেকসই একটি দেয়ালকে ভেঙ্গে নতুন নির্মাণের উদ্যোগটি সরকারের বরাদ্দ অপচয় ছাড়া কিছুই নয়। সুনামগঞ্জ বিএডসিসির সহকারি প্রকৌশলী হোসাইন মোহাম্মদ খালিদুজ্জামান বলেন, এটা সিলেট অফিস থেকে টেন্ডার করা হয়েছে। এটাকে অপচয় হিসেবে মানতে নারাজ তিনি। বলেন, দেখেন না পাশের পুলিশের দেয়াল ভেঙ্গে নতুন করা হচ্ছে। আমরা করলে সমস্যা হবে কেন?