স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস গ্রামের হতদিরদ্র ক্ষুদে ব্যবসায়ী বাবুল মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে চালান দেওয়ার তিনদিন পর কারাগারে মৃত্যুর খবরে ক্ষুব্দ এলাকাবাসী সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহষ্পতিবার প্রায় ঘন্টা খানেক তারা সড়ক অবরোধ কিছু দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি বিক্ষোভকারীদের স্বান্ত থাকার নির্দেশনা দিয়ে নিহত বাবুল বিশ্বাসের অসহায় পরিবারকে সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য জয়কলস গ্রামে একটি মোদী দোকান দিয়ে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন বাবুল বিশ্বাস।
বুধবার রাতে কারাগারে তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মস্কু মিয়া বলেন, এলাকাবাসী বৃহষ্পতিবার সকালে বাবুলের মৃত্যুর খবর পাওয়ার পরই ক্ষুব্দ হয়ে রাস্তায় নেমে আসেন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় ইউএনও স্যার এসে জনগণকে স্বান্ত করে পরিবারকে সহায়তা ও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।