স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সীমান্ত নদী থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের সময় পৃথক অভিযানে সাতটি ড্রেজার মেশিন, সাতটি নৌকাসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে বিজিবি। বুধবার ও মঙ্গলবার সদর উপজেলার ডলুরা বিউপির সুবেদার মোঃ আব্দুল বারেক মোল্লার নেতৃত্বে একটি টহল দল ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে ৭টি ড্রেজার মেশিন, ৪টি চ্যাসিস, ৪টি পাম্পসহ বিয়ারিং, ১৪০ ফুট পাইপ, ৭টি কাঠের নৌকাসহ প্রায় ১৬ লাখ ৪৭ হাজার টাকার সামগ্রী জব্দ করে। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে.ক. এম আবুল এহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।