1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কানাডায় কমরেড শ্রীকান্ত দাসের ১৫ তম প্রয়াণ দিবস পালন ভারতে সাংস্কৃতিক উৎসব: অংশ নিলো বাংলাদেশের নৃত্যদল জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ

বিশ্বকাপ ইতিহাসের পাঁচ বিতর্কিত ঘটনা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুন, ২০১৮, ৫.২৭ এএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন:
আর মাত্র পাঁচদিন পরই রাশিয়ায় শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ৩২টি দল বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামবে।
ফুটবলপ্রেমীরা প্রিয় তারকাদের খেলা দেখার জন্য তৈরি হচ্ছেন। তার আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বিতর্কিত পাঁচটি ঘটনা।
১৯৮৬ বিশ্বকাপ : এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৫১ মিনিটে দিয়াগো ম্যারাডোনার হাত দিয়ে গোল নিয়ে এখনো তর্ক চলে। স্বয়ং ম্যারাডোনা এই ঘটনাকে ‘ঈশ্বরের হাত’ বলে দাবি করলেও, বিতর্ক থামেনি।

২০০৬ বিশ্বকাপ : জার্মানি বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচটি ‘ব্যাটল অফ ন্যুরেমবার্গ’ নামে কুখ্যাত। এই ম্যাচে ১৬টি হলুদ কার্ড ও চারটি লাল কার্ড দেখান রেফারি ভ্যালেন্টিন ইভানভ। ম্যাচের উপর তার নিয়ন্ত্রণ ছিল না। তার তীব্র সমালোচনা করে তৎকালীন ফিফা সভাপতি শেপ ব্লাটার বলেন, রেফারিকেই হলুদ কার্ড দেখানো উচিত ছিল

২০০৬ বিশ্বকাপ : এই বিশ্বকাপের ফাইনালে ইতালির বিরুদ্ধে মার্কো মাতারাজ্জিকে ঢু মেরে বসেন ফ্রান্সের তারকা জিনেদিন জিদান। এটাই ছিল তার শেষ ম্যাচ।

মাতারাজ্জি তার মা ও বোন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মাথা গরম করে ফেলেন জিদান। তিনি লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর টাইব্রেকারে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় ইতালি।
২০১০ বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিরুদ্ধে শেষমুহূর্তে হাত দিয়ে নিশ্চিত একটি গোল বাঁচিয়ে দেন লুই সুয়ারেজ। তিনি লাল কার্ড দেখলেও, টাইব্রেকারে ম্যাচ জিতে যায় উরুগুয়ে।

২০১৪ বিশ্বকাপ : ব্রাজিল বিশ্বকাপেও বিতর্কে জড়ান সুয়ারেজ। এবার তিনি গ্রুপের শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার জিওর্জিও চিয়েলিনিকে কামড়ে দেন। এর জন্য ৯ ম্যাচ নির্বাসিত হন সুয়ারেজ। তার বিপুল অঙ্কের জরিমানাও হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!